মঞ্জুরীকৃত প্রকল্পসমূহে ইইএফ নীতিমালা ও মঞ্জুরীপত্রে প্রদত্ত শর্তাবলী পরিপালন সাপেক্ষে ইইএফ অর্থ বিতরণ করা হয়ে থাকে৷ প্রকল্পে উদ্যোক্তাগণ কর্তৃক মঞ্জুরীকৃত অর্থের ৫১% বিনিয়োগ নিশ্চিত হওয়া সাপেক্ষে পরবর্তীতে ৪৯% ইইএফ এর অর্থ বিনিয়োগের পদক্ষেপ নেয়া হয়৷ আইসিটি প্রকল্পের ক্ষেত্রে সর্বোচচ ৪ কিস্তিতে এবং কৃষি খাতভূক্ত প্রকল্পের ক্ষেত্রে ৩-৪ কিস্তিতে ইইএফ সহায়তা বিতরণ করা হয়ে থাকে ৷
– বাংলাদেশের নাগরিক হতে হবে;
– প্রকল্পটি আইসিটি বা কৃষি ভিত্তি প্রকল্প হতে হবে;
– ইইএফ সহায়তার জন্য প্রতিষ্ঠানকে প্রাইভেট লিমিটেড কোম্পানী হতে হবে।
– মোট প্রকল্প ব্যয় কৃষির ক্ষেত্রে সর্বনিমণ ০.৫০ কোটি টাকা হতে সর্বোচ্চ ১০.০০ কোটি টাকা এবং আইসিটি এর ক্ষেত্রে সর্বনিমণ ০.২০ কোটি টাকা হতে সর্বোচ্চ ৫.০০ কোটি টাকা হতে হবে;
– খাদ্য প্রক্রিয়াজাতকরণ
– মৎস্য
– পশুসম্পদ
– পোল্ট্রি উৎপাদন ভিত্তিক শিল্প
– অন্যান্য