অন্ট্রাপ্রেনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এন্ট্যাব ( বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা )
অন্ট্রাপ্রেনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এন্ট্যাব (বাংলাদেশ উদ্যোক্তা সংস্থা ) একটি অলাভজনক জনসেবা ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। উদ্যোক্তা ও ব্যবসায়ী তৈরীর মাধ্যমে বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরণ যার মূল লক্ষ্য। সংস্থাটি ২০১২ সালে কার্যক্রম শুরু করে ২০১৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রারের দপ্তর হইতে নিবন্ধন লাভ করে অত্যন্ত সুনামের সাথে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, উর্ধতন প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবকগণের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং শুধুমাত্র সংস্থার ফাউন্ডার ও প্রেসিডেন্টের অর্থায়নে ইহার যাবতীয় কার্যক্রম বিগত আট বছর ধরে পরিচালিত হচ্ছে। উক্ত সংস্থা ইহার পরিধি ও কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭ ( সাত )সদস্য বিশিষ্ট সেক্টরাল সাবকমিটি গঠন প্রক্রিয়া শুরু করেছে। সেক্টরাল সাবকমিটিতে নাম অন্তর্ভুক্ত করতে আগ্রহীগন কমিটির নাম উল্লেখ করে ছবিসহ জীবন বৃত্তান্ত ইমেইলে প্রেরণ করুন ।
ইমেইল- entab101@gmail.com, ডিওএসএইস, মিরপুর, ঢাকা- ১২১৬ ।
কমিটির নাম গুলো নিম্নে দেয়া হলো :-